শিশু নিরাপত্তা বীমা পরিকল্প লাভসহ
এই পরিকল্পের অধীনে যৌথভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর ঝুঁকি গ্রহন করা হয়। প্রিমিয়াম দাতা অবশ্যই শিশুর পিতা হবেন যদি পিতা জীবিত না থাকেন এবং শিশুর মাতা উপার্জনক্ষম হন তবে তিনিও প্রিমিয়াম দাতা হতে পারেন। পলিসি গ্রহনের সময় শিশুর বয়স হবে সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ১৫ বছর। মেয়াদ পূর্তিকালীন শিশুর বয়স ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশী হবেনা।
# প্রাপ্য সুবিধাদিঃ
১.যদি বীমা চলাকালীন সময়ে প্রিমিয়াম দাতা মৃত্যুবরন করেন আর কোন প্রিমিয়াম দিতে হবেনা। সেক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাদি প্রদান করা হবেঃ
(ক) মেয়াদপূর্তি পর্যন্ত বৃত্তি হিসেবে প্রতি মাসে মূল বীমাঅংকের শতকরা ১% অর্থ প্রদান করা হবে।
(খ) মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পুরো বীমাঅংক প্রদান করা হবে।
২. যদি মেয়াদপূর্তির পূর্বেই শিশুটি মৃত্যুবরন করে তবে নিম্নোক্ত শিডিউল অনুযায়ী বীমার টাকা প্রদান করা হবেঃ
শিশুটির মৃত্যকালে পলিসি চালু থাকার মেয়াদ প্রদেয় সুবিধা
৬ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ২৫%
৬ মাসের বেশি কিন্তু ১২ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৫০%
১২ মাসের বেশি কিন্তু ২৪ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৭৫%
২৪ মাসের বেশি মূল বীমাঅংকের ১০০%