Four Phase Payment Scheme

চার দফা প্রদান পরিকল্প (লাভসহ)

এই পরিকল্পের অধীনে ১২, ১৬, ২০ ও ২৪ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। পরিকল্পে মেয়াদের ৪ ভাগের ১ ভাগ, মেয়াদের অর্ধেক, মেয়াদের ৪ ভাগের ৩ ভাগ সময় অতিক্রান্ত হলে প্রতিক্ষেত্রে বীমা অংকের ২০% হারে প্রত্যাশিত সুবিধা প্রদান করা হয়। এবং মেয়াদ শেষে লাভসহ বাকী ৪০ % প্রদান করা হয়।১ম, ২য় ও ৩য় কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেত্ত পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে। প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে  দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrendervalue)  অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।

Feedback
Find Us on Google