One installment premium insurance plan

এক কিস্তি প্রিমিয়াম বীমা পরিকল্প (লাভবিহীন)

এই পরকিল্পে এক কস্তি প্রমিয়িাম প্রদানরে মাধ্যমে বীমা অংকরে দ্বিগুণ প্রদান করা হয়।মেয়াদের মধ্যে বীমা গ্রাহকরে মৃত্যু হলে বা মেয়াদর্পূতরি পর বীমা গ্রাহক বীমা অংকেরে দেরগুণ বা দ্বিগুণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। এই পরকিল্পে মাত্র একবার প্রমিয়িাম প্রদান করতে হয় বলে এটি অত্যন্ত সুবধিাজনক। তাছাড়া বীমা অংকরে নিশ্চিতি দ্বিগুণ বলে এটি পরিবারের জন্য নিরাপত্তার প্রতীক এবং নির্ভরযোগ্য বলয় স্বরুপ। এই পরকিল্পে কোনো সহযোগী বীমা প্রদান করা হয় না। প্রিমিয়ামেরম উপর আয়কর রেয়াত পাওয়া যায় এবং বীমার টাকা আয়কর মুক্ত। যদি বীমার মেয়াদ সাত বছররে হয়, তাহলে মেয়াদ শেষে দ্বিগুণ প্রতিশ্রুতি মূল বীমা অংকের দেড় গুন পরমিাণ টাকা পাবনে। যদি পলিসি হোল্ডার মেয়াদেরর মধ্যে মারা যায়, তাহলে নমীনি বীমা অংকরে দ্বিগুণ টাকা পাবেন। যদি বীমার মেয়াদ দশ বছরের হয়,তাহলে মেয়াদ শেষে তিনি প্রতিশ্রুতি মূল বীমা অংকরে দ্বিগুণ পরমিাণ টাকা পাবনে। যদি পলিসি হোল্ডার মেয়াদের মধ্যে মারা যায়, তাহলে নমিনি বীমা অংকের দ্বিগুণ টাকা পাবনে।

Feedback
Find Us on Google