Savings Insurance Plan

1212

সঞ্চয়ী বীমা পরিকল্প (লাভসহ)

এই পরিকল্পের বীমাবৃতের অকাল মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে। কোন নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরই অর্জিত বোনাসসহ বীমাঅংক দেয়া হয়।  এই পরিকল্পের অধীনে ১০,১২ ১৫, ২০,২৫,৩০ ও ৩৫ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে  দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।

Feedback
Find Us on Google