বৈশিষ্ট্যঃ এই পরিকল্পে বীমার মেয়াদ ১২ বছর। প্রিমিয়াম প্রতিমাসে প্রদান করতে হয়। এই পরিকল্পে মেয়াদ পূর্তির পূর্বে আংশিক বীমাঅংক প্রাপ্তির সুবিধা রয়েছে যা নিম্নরূপঃ-
ক) প্রথম চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
খ) পরবর্তী চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
গ) মেয়াদ পূর্তি পর্যন্ত বীমাগ্রাহক বেঁচে থাকলে এবং নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে থাকলে অবশিষ্ট বীমাঅংক অর্জিত লাভসহ প্রদান করা হবে।
ঘ) প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা সত্তেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে। এই পরিকল্পের বিশেষ সুবিধা হলো প্রিমিয়াম বয়স নির্ভর নয়। বীমা শুরুতে সর্বোচ্চ প্রবেশকালীন বয়স পুরুষ ও মহিলার ক্ষেত্রে যথাক্রমে ৪৮ বছর এবং ৪৫ বছর। এই পরিকল্পের ক্ষেত্রে সর্বনিম্ন বার্ষিক কিস্তি ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকায় সীমিত থাকবে।