এই পরিকল্পের বীমাবৃতের অকাল মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে। কোন নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরই অর্জিত বোনাসসহ বীমাঅংক দেয়া হয়। এই পরিকল্পের অধীনে ১০, ১৫ও ২০ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PADB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। সর্বনিম্ন বীমাঅংক ৩০,০০০ টাকা ও মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে। পেনশন বীমা পরিকল্প এই পরকিল্পে পেনশন শুরু থেকে পরর্বতী ১০ বছরে পেনশন প্রাপ্তির নিশ্চয়তাসহ আজীবন পেনশন প্রাপ্তির গ্যারান্টি পেনশন শুরুর ১০ বছররে মধ্যে বীমা গ্রাহকরে মৃত্যু হলে ১০ বছর র্পূণ হতে বাকী সময়ের পেনশন তার মনোনীতককে প্রদান করা হবে। যদি পেনশন আরম্ভ হওয়ার র্পূবে বীমা চালু থাকা অবস্থায় বীমা গ্রাহকরে মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার জমাকৃত সকল প্রিমিয়াম নূন্যতম ১০ % হারে মুনাফাসহ তার মনোনীতককে ফরত দেওয়া হবে ।